নিজেদের অনুন্নয়ন ঢাকতে কুৎসার আশ্রয় নিচ্ছে বিজেপি। আলিপুরদুয়ারে পথসভার নামে একপ্রকার বিশৃঙ্খলার নেতৃত্ব দেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। করেন মিথ্যাচার। মানুষ তাঁদের ভাঁওতাবাজি ধরে ফেলেছে। এরই জবাব দিতে সোমবার পাল্টা প্রতিবাদ মিছিলে নামে তৃণমূল কংগ্রেস। আর এই মিছিলেই পা মেলালেন অগুনতি সাধারণ মানুষ। আর এই মিছিলের উপস্থিতিই প্রমাণ করল বিজেপির আর কোনও অস্তিত্ব নেই।

আরও পড়ুন- দিল্লির মতো গুজরাট, ফের আম আদমি পার্টির অফিসে তল্লাশি

বিরোধী দলনেতার মিছিলের দশ গুণ মানুষ রাস্তায় নেমে এই কুৎসা ও অপপ্রচারের প্রতিবাদ করবে এমনটাই চ্যালেঞ্জ করেছিল জেলা তৃণমূল নেতৃত্ব। তা প্রমাণ হয়েছে। কেন্দ্রীয় সরকারের অনুন্নয়ন, কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহার নিয়েও সোচ্চার হয়েছেন মানুষ। মিছিলের মধ্যে দিয়েই এসবের তীব্র প্রতিবাদ জানানো হয়েছে। প্রতিবাদ সভা প্রসঙ্গে এসজেডি-এর চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী বলেন, শুভেন্দু আলিপুরদুয়ারের সংস্কৃতি জানে না, ওর বক্তব্য আলিপুরদুয়ারের মানুষ ভালোভাবে নেয়নি। তাই আজকের মিছিল ও সভায় যা ভিড় হয়েছে, তা নরেন্দ্র মোদি এলেও হবে না। আলিপুরদুয়ারের মানুষ স্বতঃস্ফূর্তভাবে কুৎসার জবাব দিতে আজ পথে নেমেছে।