এবার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কড়া পদক্ষেপ করতে চলেছে রাজ্যের তৃণমূল কংগ্রেস সরকার (West Bengal Government)। কেন্দ্রীয় সরকার প্রতিদিন জিনিসের দাম বাড়াচ্ছে। এর জেরে সমস্যায় পড়ছেন সাধারণ মানুষ। তাই নবান্নের (Nabanna) তরফে রাজ্যের প্রতিটি জেলায় নজরদারি চালানোর জন্য একাধিক কেন্দ্র তৈরি করা হচ্ছে। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরাসরি ভূমিকা নেবে এই কেন্দ্রগুলি।

আরও পড়ুন- পরিযায়ী শ্রমিকের বাড়ি থেকে উদ্ধার ৩৮ লাখ

প্রতিদিনই দাম বাড়ছে নিত্য প্রয়োজনীয় জিনিসের। নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের। এই কারণেই এবার কড়া পদক্ষেপ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের। নবান্ন (Nabanna) সূত্রে খবর জেলায় জেলায় তৈরি হওয়া এই কেন্দ্রগুলি থেকে চাল,ডাল,আটা,তেল,নুন,আলু,পেঁয়াজের মতো মোট ২২টি নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের বাজারদরের ওপর নিয়মিত লক্ষ্য রাখা হবে। প্রতিটি কেন্দ্রে ক্রেতা সুরক্ষা দফতরের কর্মী আধিকারিকদের নিয়ে একটি করে পরিদর্শক দল থাকবে। যাঁরা বিভিন্ন দোকান বাজার সরেজমিনে ঘুরে দেখে রাজ্য সরকারকে রিপোর্ট পাঠাবে। তার ভিত্তিতেই কেন্দ্রকে রিপোর্ট দেবে রাজ্য।