শনিবার দুর্গাপুর স্টেশনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ বলেন, ‘আইন থেকে কাউকে বাঁচানো সম্ভব নয় ৷ তাই আজ হোক বা কাল তাঁকে দিল্লির চা খেতেই হবে।; বিজেপি সর্বভারতীয় সহসভাপতি তৃণমূলকে নিশানা করে বলেন, ‘রাঘববোয়ালের নাম চলে আসবে, সেই জন্য বারেবারে অনুব্রত মণ্ডলের দিল্লিযাত্রা আটকানো হচ্ছে ৷ সাংসদেরা প্রধানমন্ত্রীর কাছে রেশনের চাল বন্ধ না-করার আর্জি জানাচ্ছেন ৷ তার কারণ, শাসকদল রাজ্যের মানুষকে ভিখিরি বানিয়ে দিয়েছে।’

শনিবার দুর্গাপুর স্টেশনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ বলেন, ‘আইন থেকে কাউকে বাঁচানো সম্ভব নয় ৷ তাই আজ হোক বা কাল তাঁকে দিল্লির চা খেতেই হবে।; বিজেপি সর্বভারতীয় সহসভাপতি তৃণমূলকে নিশানা করে বলেন, ‘রাঘববোয়ালের নাম চলে আসবে, সেই জন্য বারেবারে অনুব্রত মণ্ডলের দিল্লিযাত্রা আটকানো হচ্ছে ৷ সাংসদেরা প্রধানমন্ত্রীর কাছে রেশনের চাল বন্ধ না-করার আর্জি জানাচ্ছেন ৷ তার কারণ, শাসকদল রাজ্যের মানুষকে ভিখিরি বানিয়ে দিয়েছে।’

আরও পড়ুন- সুখবর, খুলে গেল সাঁতরাগাছি সেতু

এই নিয়ে মুখ খুলেছেন ডঃ কাকলি ঘোষ দস্তিদার। তিনি টুইট করে লেখেন, ‘শোচনীয়! বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ বাংলার মানুষকে ‘ভিখারি’ বলে। কেন? কারণ তারা যথাযথভাবে GoWB দ্বারা চালু করা কল্যাণমূলক প্রকল্পগুলি বেছে নেয়। আমাদের লোকদের অসম্মান করা বিজেপি নেতাদের সাধারণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এই ধরনের বিব্রতকর মন্তব্যের জন্য #ShameOnBJP!’

এই নিয়ে মুখ খোলেন ডঃ শশী পাঁজা। তিনি টুইট করে লেখেন, একজন তথাকথিত নেতা কি এভাবেই তার রাজ্যের মানুষের কথা বলেন?বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ কল্যাণমূলক প্রকল্পগুলি বেছে নেওয়ার জন্য বাংলার জনগণকে ‘ভিক্ষুক’ হিসাবে উল্লেখ করে।এটা খুবই লজ্জাজনক যে কিভাবে বিজেপি নেতারা বারবার আমাদের লোকদের অসম্মান করে এবং তাদের অনুভূতিতে আঘাত করে।’