নিতাই লাহিড়ী, ব্রাসেলস

জার্মানির ব্ল্যাক ফরেষ্টের বিখ্যাত কাক্কু ক্লক হাউস দিয়ে শুরু করছি | কথিত আছে এখানে এই ধরণের ঘড়ি, যে ঘড়িতে কোকিলের ডাক আছে, বিশ্বে প্রথম তৈরি হয় এবং এখান থেকে বিশ্বের সর্বত্র পৌঁছয়| এই হাউসে বিভিন্ন রকমের কাক্কু ঘড়ি আছে| কেউ চাইলে ঘড়ি কীভাবে তৈরি হচ্ছে দেখিয়ে দেয় এবং আপনি চাইলে আপনার চাহিদা মতো তৈরি করে দেবে | আমরাও ওখান থেকে ঘড়ি কিনেছি | ঘড়িহাউসের বাইরে যে ঘড়িটা আছে সেটা এক ঘন্টা অন্তর সুন্দর কোকিলের কন্ঠস্বরে দারুণভাবে বাজে এবং তার সঙ্গে তালেতালে সাহেবমেমদের ছোটছোট মূর্তির বলড্যান্স অপূ্র্ব | এটা বলে বোঝানো যাবেনা এবং এটা দেখা এবং শোনার জন্য সকলে ঘন্টায় ঘন্টায় অপেক্ষা করে | এখানে প্রচুর পর্যটকের ভিড় হয় | এই যে জায়গাটা, চতুর্দিক পুরো বনাঞ্চলে পরিবেষ্টিত | বিশাল অপূর্ব বনাঞ্চল বলে জায়গাটা অন্ধকার অন্ধকার | যার জন্য এই জায়গাকে ব্ল্যাক ফরেষ্ট বলে |

এরপর আসছি বেলজিয়ামের রাজধানী ব্রাসেলস সম্বন্ধে | সুন্দর জায়গা | এখানকার স্থাপত্যশিল্প দেখার মতো | পৃথিবীর শ্রেষ্ঠ চকোলেট ফ্যাক্টরি এখানে অবস্থিত |
সেখানকার বিশাল বহুরকমের চকোলেটের দোকানেও গিয়েছিলাম | খেয়েওছি, কিনেওছি |.দারুণ, দারুণ |

আরও পড়ুন-সেও ছিল এক মহালয়ার দিন!